Purchase!

রমনার ছায়া-ছবি

আককাস মাহমুদ-এর একটি বই বের হচ্ছে রমনার ছবি নিয়ে । খুব মজা লাগছে এই জেনে যে রমনায় হাজারো লোক সকাল-বিকাল হাঁটাহাঁটি করে কিন্তু ছবি তুলে বই বের করার কথা ভাবে কয়জন? আমি বিষয়টা নিয়ে ভেবেছি । ছবি তো সব কিছুরই তোলা যায়, যিনি শিল্পী, মনের ভেতর নান্দনিক চিন্তার প্রকাশ ঘটলে তিনি ছবি তোলেন, ছবি আঁকেন, লেখেন কবিতা ।
By আককাস মাহমুদ
Category: আলোকচিত্র
Paperback
Ebook
Buy from other retailers
About রমনার ছায়া-ছবি
অন্তর্দৃষ্টি মেলে ধরার যাত্রা

আককাস মাহমুদ-এর একটি বই বের হচ্ছে রমনার ছবি নিয়ে । খুব মজা লাগছে এই জেনে যে রমনায় হাজারো লোক সকাল-বিকাল হাঁটাহাঁটি করে কিন্তু ছবি তুলে বই বের করার কথা ভাবে কয়জন? আমি বিষয়টা নিয়ে ভেবেছি । ছবি তো সব কিছুরই তোলা যায়, যিনি শিল্পী, মনের ভেতর নান্দনিক চিন্তার প্রকাশ ঘটলে তিনি ছবি তোলেন, ছবি আঁকেন, লেখেন কবিতা । এ সবই সৃজনশীল কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ । যিনি সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখেন তাঁর প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান অপরিসীম । মনের ভিতর থেকে তাঁর প্রতি শ্রদ্ধা আসে কিন্তু তা হয়তো সেইভাবে প্রকাশের গতি খুঁজে পায় না ।

আজকের সমাজে প্রায় সবাই আজকাল নিজেকে নিয়ে ব্যস্ত । না থেকেই উপায় কী? জীবন- জীবিকার তাড়নায় যার যার প্রয়োজনীয় কাজটুকু করতে পারলেই তিনি আত্মপ্রসাদ অনুভব করেন, বাড়তি কাজের ধ্যান-ধারণা সুদূর পরাহত । এর মাঝেও যিনি কিছু চিন্তা-ভাবনা করে গুছিয়ে নিজের মনের ডাক শুনে তার উত্তর খোঁজেন, তিনি অসাধারণ । আককাস মাহমুদ এমন একজন ব্যক্তি যাঁর ছবির কথা লিখতে গিয়ে এসব কথা ঘুরেফিরে আসছে । তাঁর সাথে আমার খুব বেশি জানাশোনা নেই । তার পরও তাঁর ছবি আমি ফেসবুকে দেখি, ভালো লাগে । অনেক ছবিতে তিনি রমনা লেকের স্নিগ্ধ শান্ত জলরাশির ছবি আপলোড করেন দেখে প্রশান্তি লাগে । লেকের জলরাশির সাথে উপরের দিকে তাকালে দেখা যায় নানা বৃক্ষের শাখা-প্রশাখা যেন আকাশটাকে ধরতে যাবে হাত বাড়িয়ে । কখনো নীল আকাশ বা মেঘলা দিনের আলোছায়ার খেলা; কখনো বা বৃক্ষরাজির শ্যামল ছায়া- বনের মায়া; বাহারি ফুলের রঙের মেলা । কত শত গাছগাছালির পাতার বাহার; রঙে রঙে নানা ফুলের বৈচিত্র্যময় সমাহার । সব মিলিয়ে জীবন যেন জেগে ওঠে; জাগে পাখি, জাগে জীবজন্তু, কীটপতঙ্গ, পোকামাকড় । জাগে মানুষ । কোনো কোনো মানুষ আবার রমনা পার্কে জেগে থেকেও ঘুমিয়ে যায় মগ্নতায় । সংসারের জটিল হিসাবে ক্লান্ত হয়ে মানুষ যখন হনহনিয়ে হাঁটতে থাকে তখন তারা ভুলতে চায় । জীবন-সংসার, হিসাব- নিকাশ, চাল-ডালের বাজারদর, শেয়ার মার্কেট, প্রমোশন, বকেয়া বেতন, গাড়ির মডেল, নতুন বাড়ি, পুরনো ছাদ, পোকার ওষুধ, বাতের ব্যথা, পাশের বাসার জানালা, কিংবা ছাদে হাঁটতে নতুন সঙ্গী— কিছুই যায় না বাদ । এসবের কিছু কিছু টুকিটাকি উড়াল প্লেনের মতো শোঁ করে মাথার এপার থেকে ওপার যায় বেরিয়ে । হাঁটতে হাঁটতে ক্লান্ত, জীবনযাত্রায় হয়রান ।

রাজনীতি, ধর্ম, সরকার, ক্রিকেট, ফুটবল, ভোট, জোট, গণতন্ত্র, সমাজতন্ত্র, ট্রাম্প, পুতিন, প্যালেস্টাইন, ইসরায়েল, দুধে ভেজাল, সারে ভেজাল, রেশনে ওজন কম, বাজারদর, মাংসের ওজন এসব ছাপিয়ে আরো দশ মিনিট হাঁটতে চাওয়া— এই হলো রমনা পার্ক আর রমনার প্রতিদিনের ব্যবহারজীবীরা । এসবের অনুভূতি নিয়ে ছবি বানান আককাস মাহমুদ । হয়তো এসবের কিছু কিছু পরিচয় তুলে ধরবেন তিনি । রমনার ছবি নিয়ে বই— এই ছবিশিল্পী, আমার ধারণা, এসবের অনেক মুহূর্ত তুলে ধরবেন তাঁর রমনার ছবিতে ।

মো. গোলাম রহমান
সম্পাদক, দৈনিক আজকের পত্রিকা । সাবেক চেয়ারম্যান, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
Creative Dhaka
  • Copyright © 2025
  • Privacy Policy Terms of Use